মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী এপ্রিলে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। দ্বিপাক্ষীয় সম্পর্কের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন সফর হবে পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে- যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি হচ্ছে।

ওই সফরের জন্য মন্ত্রী মোমেনকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বাসসের রিপোর্ট মতে, মন্ত্রী মোমেন গতকাল বুধবার (৯ ফেররুয়ারি) রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেন, আজ সকালে আমি এ আমন্ত্রণ সম্পর্কে জানতে পেরেছি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এ আমন্ত্রণ জানিয়েছে। এদিকে তিন দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন আগামী ২৩শে ফেব্রূয়ারি ভারত সফরে যাচ্ছেন। চেন্নাইতে নব প্রতিষ্ঠিত মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও দিল্লিতে দেশটির বিদেশ মন্ত্রকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

কলমকথা/বি সুলতানা