মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় পুলিশ ভলিভল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১১ফেব্রুয়ারী) মাগুরা জেলা পুলিশ লাইন মাঠে এই খেলার শুভ উদ্বোধন হয়। মাগুরার সুযোগ্য পুলিশ সুপার
জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ কামরুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান সহ মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ,অফিসার্স ও ফোর্সবৃন্দ প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী মাগুরা সদর থানা বনাম শক্তিশালী সদর ট্রাফিক দল।
এসময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল খেলোয়াড় ও কলাকৌশলীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং উদ্বোধনী খেলাটি উপভোগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।