করোনা কালে অনলাইন ক্লাসে মধ্যেই নানা মজার ভিডিও সামনে এসেছে। ক্লাসের মাঝেই ঘুমিয়ে পড়েছে ছাত্র, কখনও ক্যামেরা বন্ধ ভেবে ক্লাসের মাঝখানেই নাচ জুড়েছে ছাত্র।
কিন্তু অনলাইন ক্লাসে টিচারকে বিয়ের প্রস্তাব? এই ভিডিও দেখে শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষিকা বলছেন, আমার কথা শোনা যাচ্ছে?’ ছাত্ররা বলছে, হ্যা ম্যাম, শোনা যাচ্ছে। এরপরেই শিক্ষিকা বলছেন, ‘তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো?” তখন এক ছাত্র জিজ্ঞেস করে, “ম্যাডাম আপনি কী বিবাহিত?” শিক্ষিকা বলেন, “না।”
তখন ছাত্র বলে বসে, “আমি আপনাকে ভালবাসি ম্যাম।” শুনেই ম্যাডাম বলেন, “আমিও তোমাদের সকলকে ভালবাসি।” কিন্তু এখানেই শেষ নয়। ছাত্র বলে বসে, না ম্যাম এই ভালবাসা সেই ভালবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে বিয়ে করতে চাই।” ছাত্রের এই প্রশ্নে কী উত্তর দেবেন প্রথমে বুঝতে পারেন না শিক্ষিকা। যদিও তিনি সেই ছাত্রকে বোঝান এই ধরণের বিষয় যেন সে আর না করে। এসময় পাশ থেকে হাসির শব্দ শোনা যায়। পরে শিক্ষিকা ওই ছাত্রকে মিউট করে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।