নজরুল ইসলাম- নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের শিক্ষক মো.ইসলাম উদ্দীন মাষ্টার ও তার পিতা আইয়ুব আলীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানী সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগীরা। শনিবার (১২ ফেব্রয়ারি) বিকাল ৩ টায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইসলাম উদ্দিন মাষ্টার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার হাবিব আহসান আকন্দ ও অলি আহমেদ নামের ২ টি ফেসবুক আইডি থেকে আমি এবং আমার বাবা রাস্তা বন্ধ করে দিয়েছে মর্মে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদের মাধ্যমে আমি ও আমার পরিবার কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

তিনি আরো বলেন, গত দু দিন আগে একটি কুচক্রী মহলের ইন্ধনে অলি আহমেদ ও হাবিব আহসান আকন্দ নামে দুটি ফেসবুক আইডিতে আমাদের নামে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। ইন্ধনকারীরা দীর্ঘদিন যাবত আমাদের সম্পত্তি ব্যবহার করে সুযোগ সুবিধা নিচ্ছে। এবং আমাদের জায়গা জমি দিয়ে চলাফেরা করছে। তাদের আমরা কোন বাঁধা দেয়নি।

আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ফেসবুক আইডি থেকে সংবাদ প্রচারকারীদের সংবাদ ডিলিট করার আহবান করছি। অন্যথায় আমি সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেতে বাধ্য হব।

এছাড়াও ইসলাম উদ্দিন মাষ্টার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিতে ঘটনা স্থল পরিদর্শের আহবান করেন ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তিত্ব আইয়ুব আলী, প্রতিবেশী হেলাল উদ্দিন ও স্থানীয় ব্যক্তিবর্গ সহ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।