প্রায় ২৪ কোটি মানুষের বিশাল জনসংখ্যা নিয়ে গঠিত ভারতের উত্তরপ্রদেশে রাজ্যে চলছে বিধানসভার নির্বাচন। এ রাজ্যটিকে ভারতের রাজনীতির প্যারামিটারও বলা চলে। কেননা এখানে যারা ক্ষমতায় আসে তারাই সাধারণত কেন্দ্রীয় সরকারে প্রাধান্য বিস্তার করে। বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচারণার শেষদিন ছিল গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি)।
এদিন রাজ্যটিতে এক সমাবেশে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, উত্তরপ্রদেশে আবারও ক্ষমতায় আসছে বিজেপি। একই সঙ্গে সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আহ্বান জানান তিনি। আগামীকাল সোমবার ৫৫টি আসনে ভোট হবে রাজ্যটিতে। শেষদিন প্রচারণা চালান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
বসে নেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। প্রচারণার শেষ দিন বেশ কয়েকটি আসনে সমাবেশ করেন তিনি। সোমবার ৫৫টি আসনে লড়বেন ৫৮৬ প্রার্থী। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে ৪০টিতে জয়ী হয়েছিল বিজেপি। আর সমাজবাদী পার্টি পেয়েছিল ১৩টি আসন। রাজ্যটিতে সাত দফায় হচ্ছে এবারের বিধানসভার ভোটগ্রহণ। ফলাফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।