1.তোমাদের মধ্যে সেই সর্বোত্তম উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।
—বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
2. আল্লাহর রাস্তায় এক সকাল কিংবা এক বিকাল ঘোরাফেরা করা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।
অৰ্থাৎ ( পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম)
—বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
3.সব দুঃখ কষ্টের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক ভালবাসা ও আকর্ষণ ।
–আলী (রাঃ)
4. তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিবো।
—নেপোলিয়ন বোনাপার্ট
5. টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় ডিগ্রি অর্জন করে ভালো চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হলো সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজেকে উন্নতির শিখরে এগিয়ে নেওয়ার উৎসাহ যোগায় |
—রেদোয়ান মাসুদ
6.ভালো মানুষ বিপদে পড়লে আবার উঠে কিন্তু খারাপ মানুষ বিপদে পড়লে একবারে নিপাত যায় ।
— (হযরত সুলাইমান (আঃ)
7.অসৎ লোক কাউকে সৎ মনে করে না , সে সকলকেই নিজের মত মনে করে। আবার সৎ লোক কাউকে অসৎ মনে করে না ,সে সকলকেই নিজের মত সৎ লোক মনেকরে |
8.আল্লাহ তা’য়ালা সুন্দর! তাই তিনি সৌন্দর্যকে পছন্দ করেন।
(সহীহ মুসলিম) [সুন্দর করে নামাজ পড়া ,সুন্দর করে কাজ করা,সুন্দর ভাবে চলাফেলা করা ইত্যাদি ]
9.যে লোক এই ঘোষণা দেবে যে : ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর তা’য়ালার বান্দা ও রাসূল’ – আল্লাহ তা’য়ালা তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন।—(সহীহ বুখারী শরীফ )
10.অত্যাচারী বাদশাহ বা শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। – -(তিরমিযী শরীফ )
11.জ্ঞানী লোকেরা আল্লাহকে ভয় করে। (মিশকাত)
12. অন্যকে যে-কথা বলবে সে কথার উপর নিজেও আমল করবে।
13. মানুষের কিম্মত বুঝিয়া কদর করবে অর্থাৎ প্রত্যেক শ্রেণী বা পেশার লোকেদের মর্যাদা জেনে-বুঝে সে হিসেবেই তাদের সঙ্গে আচার ব্যবহার করবে।
সংগৃহীত
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।