আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দুই সপ্তাহ পার হয়েছে। এখনও সাধারণ সম্পাদক পদে কে বসবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণ হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ওই সাধারণ সম্পাদক পদটিকে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে যায়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) শুনানি দিন ধার্য করেছেন আদালত। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে- কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।