বসন্তের আগমনে চারিদিকে রঙ ছড়িয়ে পড়ে। সেই রঙের পালে বাড়তি হাওয়া দেয় বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিবসকে ঘিরে বিভিন্ন চ্যানেলে থাকে নানান আয়োজন। দর্শকরাও মুখিয়ে থাকে প্রিয় তারকাদের বিশেষ এই আয়োজন দেখতে। এবারও তার ব্যতিক্রম নয়।

ভালোবাসার ভিন্ন গল্প নিয়ে নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি নাটক ও টেলিফিল্ম নিয়ে এবারের আয়োজন। এবারও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্প। নাটকগুলো দেখতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় ১৪ ফেব্রুয়ারি রাত ৮:০০ টায়। কলেজ লাইফের প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ডিয়ার ভ্যালেন্টাইন’। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। নাটকটি প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ৩টায় গোল্লাছুট ইউটিউব চ্যানেলে।

নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘দই’। আজ ধ্রুবটিভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশসহ অনেকে। এটিএন বাংলায় (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক ‘ভালোবেসে যাই’। নাটকটিতে অভিনয় করেছেন জোভান, সাফা কবির প্রমুখ। এছাড়াও আজ প্রকাশ পাচ্ছে অসংখ্য নাটক।

 

কলমকথা/সাথী