ভারতের সিনেমা জগতের আলোচিত সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সবসময় নিজের কাজকর্ম দিয়ে সংবাদমাধ্যমে থাকেন তুমুল চর্চায়। এদিকে আবার নতুন করে আলোচনায় এসেছেন এই নায়িকা।
বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকনের সদ্য মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘গেহরাইয়া’ কে পর্নোগ্রাফির সাথে তুলনা করে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রামে দেয়া স্টোরিতে একটি গানের ভিডিও ক্লিপ দিয়ে কঙ্গনা লেখেন, ‘আমি নতুন যুগের মানুষ। কিন্তু এই রোম্যান্স আমি বুঝি। শহুরে সিনেমার নামে বস্তাপচা জিনিস বিক্রি করবেন না। খারাপ সিনেমা খারাপ সিনেমাই হয়। দেহ প্রদর্শন অথবা পর্নোগ্রাফিই তাকে বাঁচাতে পারে না। এর মধ্যে কোনও গেহরাইয়াই (গভীরতা) নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।