দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আবারও কলকাতায় তার হাতে উঠল সেরা অভিনেত্রীর পুরস্কার। বিনিসুতোয় সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া।
গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর পশ্চিমবঙ্গের সাংবাদিক, চলচ্চিত্র সমালোচকদের বিচারে বেছে নেয়া হয়েছে ২০২০ ও ২০২১ সালের সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের।
২০২১ সালের আগস্টে মুক্তি পাওয়া অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয় সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জয়া। তার হাতে পুরস্কার তুলে দেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। পুরস্কার হাতে নেয়ার কিছু ছবি তিনি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে জয়া আহসান লিখেছেন, বিনিসুতোয় সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সম্মানিত ও অভিভূত। আমাকে সম্মানিত করার জন্য জুরিদের আন্তরিক ধন্যবাদ এবং অতনু দাসহ পুরো টিমকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।