করোনাভাইরাসের বিধিনিষেধ ভাঙায় গত বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি স্থগিত হয়। এবার সেই ম্যাচটি পুনরায় খেলার নির্দেশনা দিয়েছে ফিফা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা।’ কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ম্যাচটি আয়োজনের দায়িত্ব হারিয়েছে ব্রাজিল।
ফিফা জানিয়েছে, দুই চিরপ্রদ্বিন্দ্বীর স্থগিত হওয়া ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এছাড়া দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে তারা। ব্রাজিলকে ৫ লাখ ৪০ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২ লাখ ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী লিওনেল স্কালোনির দলের শক্তি ক্ষুণ্ণ হয়েছে। ওই ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসোকে নিয়ে মূল ঝামেলা বাধে।
তারা ব্রাজিলে কোয়ারেন্টিন নিয়ম মানেননি। ফলে তাদের নিষিদ্ধ করেছে ফিফা। আর তাই এই ৪ ফুটবলার এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছে ফিফা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।