২০১৮ সালের পুরাতন কমিটি ভেঙ্গে বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইনিউজ বিডির আঞ্চলিক সম্পাদক ইলিয়াস আলীকে সভাপতি, শিরোমণি ডট কম এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক ও রেড টাইমস বিডির বালিয়াডাঙ্গীর প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয়কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনটির কার্যালয় উপজেলা পরিষদ মার্কেটে বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন জীবন পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সংগঠনের এক জরুরী সভায় নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি এফএনএস২৪ এর বালিয়াডাঙ্গী প্রতিনিধি জুলফিকার আলী শাহ, সহ সাধারণ সম্পাদক ক্রাইম ভিশন২৪ এর বালিয়াডাঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক বিশ্ব সংবাদ ডট কম এর বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক দেশসেবার বালিয়াডাঙ্গী প্রতিনিধি আবু শালেক, অর্থ সম্পাদক মুক্তবাংলা টিভির বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোতাল্লিব সম্রাট, ক্রীড়া সম্পাদক গনতন্ত্র নিউজ২৪ এর নিজস্ব প্রতিবেদক সরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ঢাকারটাইম ডট কম এর বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও সংগঠনটিতে নির্বাহী সদস্য রয়েছেন নর্থবেঙ্গল২৪ এর বার্তা প্রধান আল মামুন জীবন, সাহসী কণ্ঠ২৪ ডট কম এর আব্দুল ওহাব, আলোকিত ভোর ডট কম এর মুনিরুজ্জামান অনিক, আজকের বালিয়াডাঙ্গী ডট কম এর মোজাম্মেল হক, বিজয়নিউজ২৪ এর মকবুল হোসেন।
সাবেক সভাপতি আল মামুন জীবন বলেন, মেয়াদী উত্তীর্ণ হওয়ার পর করোনা পরিস্থিতির কারণে নতুন করে কমিটি গঠন করা হয়নি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হলো। সংগঠনটির কার্যক্রম ত্বরান্বিত করতে সব সময় পাশে থাকার কথা জানান তিনি।
সদ্য দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, বড় একটি সংগঠনের দায়িত্ব প্রদান করেছে। আমরা সাংবাদিকদের অধিকার আদায়, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বালিয়াডাঙ্গীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি ইলিয়াস আলী জানান, ইতিপূর্বে সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এবার সভাপতির দায়িত্ব পেয়েছি। সংগঠনটিকে এগিয়ে নিতে কাজ করবো। সকলেই পুর্বের ন্যায় পাশে থাকবে আশা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।