নিজের নিরাপত্তা চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা নিপুণ। অভিযোগ করেন, গতকাল (১৪ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাত কয়েকজন বনানী সুপার মার্কেটে তাকে হুমকি দেয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে এই হুমকি পেয়েছেন বলে নিপুণ জানিয়েছেন।
ঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যটি নিশ্চিত করেন নায়িকা।
নিপুণ জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফুল কেনার জন্য বাসা থেকে বনানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সামনে আসে। নিপুণ ভেবেছিলেন, তারা হয়ত সহায়তা চায়। তবে পরক্ষণেই ওই লোকেরা তাকে মামলা থেকে সরে যাওয়ার কথা বলেন এবং না সরলে নিপুণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বনানী থানায় জিডি করেন নিপুণ। সাংবাদিকদের সামনে জিডির কপি পড়েও শোনান নায়িকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।