বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় স্পিকার প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বুধবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে মৃত্যু হয় বাপ্পী লাহিড়ীর।
বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী সংগীতে অবদানের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মাননা।
কিশোর কুমার ছিলেন সম্পর্কে তার মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী- দুজনেই ছিলেন সংগীত জগতের মানুষ।
একমাত্র সন্তান বাপ্পী লাহিড়ী ছেলেবেলাতেই মা-বাবার কাছে প্রথম গানের তালিম পান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।