গুগল ড্রাইভে ফাইল খোঁজা সহজ করতে ‘সার্চ চিপস’ নামে নতুন ফিচার আনছে গুগল। ড্রাইভ সেবার জি স্যুট বেসিক এবং বাণিজ্যিক সংস্করণসহ ‘গুগল ওয়ার্কস্পেস’-এর সকল ব্যবহারকারীর জন্যই চালু হবে নতুন ফিচারটি।
গত বছরের নভেম্বর মাসে ফিচারটির বেটা সংস্করণ দেখিয়েছিল গুগল। সেবার গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, অবস্থান, ফাইলের ধরন, তারিখ, ব্যবহারকারীর নাম, টাস্ক এবং শেয়ার্ড লেবেলের ভিত্তিতে সার্চ রেজাল্ট আরো ছোট ও কার্যকর করবে ফিচারটি। গুগলের দেওয়া তথ্য বলছে, ড্রাইভের সার্চ বারে কিওয়ার্ড লিখেই ‘চিপস’ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারী।
ঠিক সার্চ বারের নিচেই থাকবে ছয়টি আলাদা আলাদা চিপসের ড্রপডাউন মেনু; ‘লোকেশন’, ‘পিপল’, ‘ফাইল টাইপ’, ‘লাস্ট মডিফাইড’, ‘টাইটেল অনলি’ এবং ‘টু ডু’।
এই মেনুগুলো থেকে বিভিন্ন বিষয় নির্ধারণ করে দিলে সে অনুযায়ী সার্চ রেজাল্ট আসবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘লোকেশন মেনু’। এতে ক্লিক করে নিজের ড্রাইভসহ, ‘শেয়ার্ড উইথ মি’ ‘স্টার্ড’ এবং ‘ট্র্যাশড’ শ্রেণীভূক্ত ফাইলগুলোর মধ্যেও প্রয়োজনের ফাইলটি খুঁজতে পারবেন ব্যবহারকারী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।