পীরগঞ্জে  পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের টি – ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ শুভ উদ্বোধন:-

মো: শান্তা ইসলাম ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি:-

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার  পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের  ৪৫  দিন ব্যাপি  টি -২০ খেলার উদ্বোধন  করেন  বীর মুক্তিযোদ্ধা নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক,
প্রধান অতিথি  হিসাবে  উপস্তিত ছিলেন ঠাকুরগাঁও  ৩ আসনের মাননীয়  জাতীয় সংসদ  সদস্য  এমপি  জাহিদুর রহমান জাহিদ,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন  সাবেক  পীরগঞ্জ  উপজেলা চেয়ারম্যান  জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ উপজেলা বিএনপি   সিনিয়র সহ-সভাপতি  মইনুল হোসেন সোহাগ , পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মোজাহারুল ইসলাম,পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ মফিজুল হক,  খেলার  আয়োজক হিসেব ছিলেন  তানভির রহমান  মিঠু, ও জয়নাল আবেদিন।

এসময়   বক্তাগন মাঠের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন এই মাঠে সন্ধ্যার পরে আলো থাকেনা এবং খারাপ লোকের আনা গোনা দেখা যায়  যদি মাঠটি সংস্কার করা হয় তাহলে  আরও সুন্দর খেলার উপয়োগি হবে বলে আশা করছেন তারা এসময়ে  প্রধান অতিথি ও  ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য
মাঠ সংস্কারের জন্য  এক লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রতি ব্যাক্ত করেন ।