রাজধানীর খিলগাঁও-শাহজাহানপুরে এক হাজার ভাসমান মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খিলগাঁও সরকারি প্রাইমারী স্কুল মাঠে টিকাদানের আয়োজন করেন স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।
ডলি জানান, সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক হাজার ভাসমান মানুষকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা দেওয়া হয়েছে।
তিনি জানান, টিকা দেওয়ার আগে গত কয়েকদিনে খিলগাঁও-শাহজাহানপুরের রেললাইন, কাঁচাবাজার ও বস্তি এলাকায় মাইকিং করা হয়। আগে থেকে কাউকে রেজিস্ট্রেশন করতে হয়নি। লাইনে দাঁড়ানো ভাসমান মানুষদের তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের পর টিকা দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।