সব বাধা পেরিয়ে এক পায়ে চমক দেখানো সেই তামান্নার পাশে এবার যশোর-২ আসনের সংসদ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ জগলুল হায়দার।

গতকাল বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে দুই সংসদ যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তামান্নার ভাড়াবাসাতে অভিনন্দন জানাতে ছুটে যান। পা দিয়ে লিখে টানা চতুর্থবার জিপিএ-৫ পাওয়ায় তামান্নাকে দুই সংসদ’ই মিষ্টিমুখ করায়। একই সাথে তামান্নার উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে নগদ অর্থ সহায়তার প্রদানের সাথে যেকোন পরিস্থিতি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার বিকালে প্রথমে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তামান্নার বাড়িতে যান যশোর-২ আসনের সংসদ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। সেখানে তামান্নাকে মিষ্টিমুখের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই সংসদ।

এদিকে বিকালে তামান্নাকে শুভেচ্ছা জানাতে আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ জগলুল হায়দার। তামান্নাকে কাছে পেয়ে এই সংসদ ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান। এসময় তামান্নাকে নগদ ৫০ হাজার আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, তামান্না আমাদের সমাজের অনুকরণীয়। সেইসঙ্গে অনুপ্রেরণার অনন্য উদাহরণ।