মোঃ ইমদাদুল ইসলাম বনি|ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া নামক স্থানে দ্রুতগামী বাসের ধাক্কায় রাহুল ইসলাম রাতুল (২০) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) ১২ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে হরিনাকুন্ডু উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মালিথার এক মাত্র ছেলে এবং রেডেক্স করিয়র সার্ভিসে কর্মরত ছিল। এ ঘটনাই আহত অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকাল ৯ টার দিকে মটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথিমধ্যে কাপাশহাটিয়া নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দুই মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাহুল ইসলাম রাতুল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।