নাটোরের বাগাতিপাড়ায় অটোরিকশার চাপায় মোহাম্মদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কোয়ালিপাড়া মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার যোগিপাড়া গ্রামের আবু মুছার ছেলে ও যোগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলছিল মোহাম্মদ আলী। এসময় নাটোরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব ও বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।