দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই ঘটনায় দুই দিনের মাথায় দুই বাংলাদেশে খুন হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফ্রি-স্টেইট প্রদেশের থাবাংচু নামক এলাকায় ডাকাতের গুলিতে গোলাম মোস্তফা মাসুদ নামে এক বাংলাদেশি খুন হয়েছেন।
একই ঘটনায় সাখাওয়াত হোসেন নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নোয়াখালী জেলার সেনবাগ থানার কাবিলপুরের বাসিন্দা নিহত গোলাম মোস্তফা মাসুদ এবং আহত সাখাওয়াত হোসেন ফেনী জেলার দাগনভুঞা থানার বাসিন্দা।
জানা গেছে, সাখাওয়াতের নিজ দোকানে কয়েকজন সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দোকান কর্মচারী মাসুদ ঘটনাস্থলেই নিহত হন এবং দোকান মালিক সাখাওয়াত গুলিবিদ্ধ হন।
অপরদিকে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিহত মো. হাসান নামের আরেক বাংলাদেশিকে কৃষ্ণাঙ্গ কর্মচারীরা উপর্যুপরি (ধারালো অস্ত্র) ছুরিকাঘাত করে নির্মমভাবে তাকে খুন করে। নিহত মো. হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার জিরতলী ইউনিয়নে গণী ব্যাপারী বাড়ির আমিন উল্লাহর ছেলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।