বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে সামরিক অভিযান চালাবে রাশিয়া।
রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিভিন্ন তথ্যপ্রমাণ রাশিয়ার যুদ্ধপ্রস্তুতির কথা বলছে।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে সামরিক অভিযান চালাবে রাশিয়া।
জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়া জনসন আরও বলেন, ‘জনগণের এটা বোঝা উচিত, এর (হামলা) মারাত্মক প্রভাব পড়বে মানুষের জীবনের ওপর।’
এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই।
যুক্তরাষ্ট্রের ধারণা, ইউক্রেনের সঙ্গে নিজেদের ও বেলারুশ সীমান্তে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সেনা সমাবেশ করেছে রাশিয়া। এসব সেনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা রাশিয়া সমর্থিত বিদ্রোহীরাও রয়েছে।
পশ্চিমা দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সর্তক করে বলেছেন, যেকোনো সময় হামলার প্রস্তুতি শুরু করতে পারে রাশিয়া, তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ অঞ্চলে সামরিক মহড়ায় রয়েছে সেনারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।