ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছেড়ে রিয়ালে না যাওয়ার অনুরোধ করলেন ফ্রান্সের মেয়র অ্যান হিডালগো। ফ্রান্সের একটি টিভি অনুষ্ঠানে এমবাপ্পের বিষয়ে হিডালগো বলেন, ‘ওহ হ্যাঁ! তাকে থাকতে বলুন, আমাদেরকে সাহায্য করতে বলুন। সর্বোপরি, আমি মনে করি সে ফুটবল এবং এর বাইরেও গুরুত্বপূর্ণ।’ এদিকে এমবাপ্পে ফ্রান্সের তরুণদের জন্য আদর্শ জানিয়ে তিনি বলেন, ‘এমবাপ্পে আমাদের তরুণদের আশা-ভরসা। তাই আমি চাই সে এখানে থাকুক।

আমি শুধু বলতে চেয়েছিলাম যে আমরা তাকে অনেক ভালোবাসি।’ এদিকে শুধু হিডালগোই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন যিনি এমবাপ্পেকে ফ্রান্সে থাকার জন্য অনুরোধ করছেন। স্প্যানিশ দৈনিক এল মুন্ডোর মতে, বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এই স্ট্রাইকারকে নতুন চুক্তিতে সই করার জন্য অনুরোধ করেছেন।

 

কলমকথা/সাথী