ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে নরিচ সিটিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ড স্টেডিয়ামে গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিছিয়ে পড়ার পরও লিভারপুলের হয়ে চমৎকার দুইটি গোল করেন দুই তারকা ফরোয়ার্ড মানে ও সালাহ। তৃতীয় গোলটি করেন দিয়াস। এই জয়ের সুবাদে শিরোপার আশাও জিইয়ে থাকল লিভারপুলের।

ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণাত্মক হয়ে উঠে নরিচ। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করে উভয় দলই। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে লিভারপুলের জালে বল জড়ায় নরিচ। ডি-বক্সের বাইরে থেকে মিলো রাশিকার শট লিভারপুলের ডিফেন্ডার জোয়েল মাতিপের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে গোল করেন।

এর লিভারপুলের হয়ে প্রথমে সমতা টানেন সাদিও মানে। এরপর সালাহর গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। চাপ ধরে রেখে ৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। এ জয়ের ফলে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল লিভারপুল। ২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।

 

কলমকথা/সাথী