মহামারী করোনায় আক্রান্ত হয়ে নিজের সব কনসার্ট পিছিয়ে দিয়েছেন বিশ্ব পপ তারকা জাস্টিন বিবার। রোববার (২০ ফেব্রুয়ারি) লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল বিবারের। কিন্তু কোভিড পজিটিভ হওয়ার কারণে শেষ মুহূর্তে এই শো পিছিয়ে দিতে বাধ্য হলেন তিনি।
সিএনএন জানিয়েছে, করোনার হালকা উপসর্গ রয়েছে বিবারের। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। জানা গেছে পিছিয়ে যাওয়া কনসার্টটি আগামী ২৮শে জুন আয়োজিত হবে।
ক্রু মেম্বর এবং অসংখ্য অনুরাগীর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিউজিক্যাল ট্যুরের অফিশিয়াল পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে। ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসাবে বিশ্বের ২০টি দেশে পারফর্ম করবেন জাস্টিন বিবার। থাকছে মোট ৫২টি কনসার্ট।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।