কথিত ও ভুয়া কোম্পানির সভাপতি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ চক্রের মূলহোতা ফয়েজউল্লা্হসহ তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। তিনি বলেন, সাধারণ মানুষের প্রলোভন দেখিয়ে কথিত ও ভুয়া কোম্পানির কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র।

চক্রের মূলহোতা ফয়েজউল্লা্হসহ তিন সহযোগীকে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

কলমকথা/সাথী