বাগমারা প্রতিনিধি,

রাজশাহীর বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একদিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্তরে আয়োজিত একদিনের প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল কাদির, সম্প্রসারণ কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান।

প্রদর্শনীতে বিভিন্ন ধরণের প্রাণি সহ এ সংক্রান্ত মোট ৩৮টি স্টল স্থান পেয়েছে। প্রদর্শনীর শুরুতে প্রধান অথিতি সহ কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।