আগামী ২৫ হতে ২৮ ফেব্রুয়ারী রাজশাহীতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। মেলা অংশ হিসেবে দেশের বিভিন্ন মন্ত্রী ও ভারতীয় অতিথি বৃন্দ আগামী ২৮ ফেব্রুয়ারী শারদীয় দূর্গাপুজা প্রথম উৎপত্তিস্হল, তাহেরপুর রাজা কংস নারায়ণের ঐতিহাসিক গোবিন্দ মন্দির পরিদর্শনে আসবেন।
অতিথিদের আগমনকে ঘিরে ঐতিহাসিক তাহেরপুরের সৃংস্কৃতি তুলে ধরতে আয়োজন সফল করতে তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কামাল আজাদ তাহেরপুর সকল পেশাজীবি মানুষের সাথে মত বিনিময় করেন।
আজ ২২ ফেব্রুয়ারী সন্ধা ৭ ঘটিকায় তাহেরপুর পৌর আওয়ামীলীগ কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তৃতারা বলেন, আগামী ২৮ তারিখ অতিথিদের আগমন সফল করতে পরামর্শ দিকনির্দেশনা সহ সকল কমিটি গ্রহণ বাস্তবায়ন ও সফল করতে সবাই একসাথে কাজ করতে হবে।আগামীকাল থেকে সকলের অংশগ্রহণ, হিন্দু সম্পাদায়ের মিলনমেলা অনুষ্ঠিত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তাহেরপুর পৌরসভা সাজানো হবে নতুন অঙ্গিকে।
এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কামাল আজাদ, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর, তাহেরপুর কলেজ অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার,তাহেরপুর পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, পৌর যুবলীগ আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্র লীগ সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন, তাহেরপুর কলেজ ছাত্র লীগ সাধারণ সম্পাদক কুরবান খাঁ, ১ নং ওয়াড কাউন্সিলার প্যানেল মেয়র বাবুল খাঁ, ২নং ওর্যাড কাউন্সিলার কার্তিক সাহা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলার আলম সরদার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিন্টু পিয়াদা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সমসের, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজ উদ্দিন মমিন,৮ নং কাউন্সিলর এরশাদ আলী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রইচ উদ্দিন সহ
উপস্থিত ব্যবসায়ী মহল তাহেরপুর হিন্দু সম্পাদায়ের ব্যাক্তিবর্গ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।