খনি থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের একটি হীরার সন্ধান পেয়ে ভাগ্য বদলে গেছে এক ব্যক্তির। ২৬ দশমিক ১১ ক্যারেটের হীরাটি ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি অগভীর খনি থেকে পাওয়া গেছে। ভারতের বাজারে এর মূল্য এক কোটি ২০ লাখ রুপি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা রাভি প্যাটেল জানান, পান্না শহরের বাসিন্দা সুশীল শুক্লা এবং তার সহযোগী সোমবার কৃষ্ণা কল্যাণপুর এলাকায় একটি অগভীর খনির মধ্যে হীরাটির সন্ধান পান। সরকারের রয়্যালিটি ও ট্যাক্সের শর্ত মোতাবেক এটি শিগগির নিলামে তোলা হবে বলেও জানান তিনি। ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্লা একজন ইট-ভাটার ব্যবসায়ী, তিনি জমিটি ভাড়া নিয়েছেন।

তিনি এবং তার পরিবার গত ২০ বছর ধরে খনিতে কাজ করছেন। অগভীর খনিটি পাঁচজন অংশীদারের সঙ্গে লিজ নিয়েছিলেন তিনি। শুক্লার জানান, হীরাটি বিক্রি করে তিনি একটি ব্যবসা চালু করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেখানে প্রায় ১২ লাখ ক্যারেট মূল্যের হীরা আছে।

 

কলমকথা/সাথী