জামালপুর সদরে শাহবাজপুর ইউনিয়নের ভেলা পিংঙ্গলহাটি মদিনা ইটভাটায় এক কন্যা শিশু (৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই ইটভাটার শ্রমিক এফাজ আলী (৫০) কে আটক করেছে পুলিশ। এফাজ আলী সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের মাইজবাড়ী এলাকার মৃত হাছেন আলী আকন্দের ছেলে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মদিনা ইটভাটায় এ ঘটনা ঘটে।
এলাকার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু কন্যার মা শিশুটিকে নিয়ে তিন মাস যাবৎ ওই মদিনা ইটভাটায় রান্নার কাজ করে আসছেন। তাদের বাড়ি যশোর জেলার কেশবপুর এলাকায়।
অভিযুক্ত এফাজ আলী পাউরুটি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা ঘটনা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযুক্ত এফাজ আলীকে ঘটনাস্থল থেকে আটক করেন।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, শিশু ধর্ষনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।