টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নতুন করে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে তার বর্তমান রান হলো ৩ হাজার ৩০৬।
বৃহস্পতিবার লুকনৌর একনা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামে ভারত।
ম্যাচটিতে ওপেনিংয়ে ব্যাট করতে রোহিত শর্মা ৪৪ রান করে লাহিরু কুমার বলে বোল্ড আউট হন। তিনি যখন ৩৯ রান করেন তখনই রানের দিক দিয়ে সবার ওপরে উঠে যান।
সর্বোচ্চ রানের মালিক হওয়ার পথে রোহিত শর্মা সরিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের হার্ড হিটার মার্টিন গাপটিলকে। মার্টিন গাপটিলের রান হলো ৩ হাজার ২৯৯। তিনি ১১২টি ম্যাচ খেলে এ রান করেছেন।
টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলে ৩ হাজার ২৯৬ রান করেছেন।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। দলের দুই ওপেনার রোহিত শর্মা ও ইষান কিষান উদ্বোধনী জুটিতে দলকে ১১১ রান এনে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।