আগামী ঈদেই শতভাগ উৎসব ভাতা ও সরকারী শিক্ষক/কর্মচারীদের মতো বাড়িভাড়া প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল। পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে— সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ঠ গ্রেড এবং সহপ্রধানদের ৭ম গ্রেড প্রদান করা;
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুষ্পষ্ট ঘোষনা দেওয়া; বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এবং মুজির বর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা প্রদান করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।