গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্য।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছেন।
ওয়ালেসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিযানের প্রথম দিনে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া।
এদিকে ইউক্রেনের দাবি মোতাবেক এখন পর্যন্ত রাশিয়ার প্রায় সাতটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সর্বশেষ কিয়েভের দারনিটস্কি জেলায় রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। একটু পরপরই রাজধানী কিয়েভে বেজে উঠছে সাইরেনের শব্দ। আকাশে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।