রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক রহমান ফারহান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এ অভিনেতা।

এবারের ভালবাসা দিবসে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান। সবকয়টি নাটকেই অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বিশেষ করে ‘হৃদ মাঝারে’ নাটকে বোবা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের হৃদয় ছুয়েছেন।

এবার পিচাশ রূপে হাজির হচ্ছেন মুশফিক ফারহান। ভয়ানক অবতারে দিয়েছেন সংলাপ। যা দর্শক হৃদয়ে কাঁপন ধরাতে যথেষ্ট! নাটকটির নাম ‘পিচাশ’। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে ‘পিচাশ’ এর ট্রেলার।

মাত্র ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে মুশফিক ফারহানকে। এক চরিত্রে তিনি প্রেমিক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন, পছন্দ করেন কেয়া পায়েলকে। এক পর্যায়ে বিয়েও করে ফেলেন। অন্য চরিত্রে দেখা যাচ্ছে তিনি ভয়ানক সন্ত্রাসী।

যার হিংস্রতা পিচাশের মতো! নাটক প্রসঙ্গে ফারহান বলেন, দর্শকদের সামনে নিত্য-নতুন চরিত্রে উপস্থিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আশা করি দর্শক ভিন্ন কিছুই পেতে যাচ্ছেন।