প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাই বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে অনুসরণ করেই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা। শেখ হাসিনা সরকারের আমলে সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মাথাপিছু আয় ১৩ বছরে সাড়ে ৪ গুণ বেড়েছে।
শনিবার সকালে ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে শাহে আলম মডেল কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে শাওন এসব কথা বলেন।
এদিন কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা যদি অপরাজনীতি না করত, তাহলে দেশ আরও এগিয়ে যেত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মিয়া, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ কিরণ, শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মঈনুউদ্দিনসহ অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।