নিজস্ব প্রতিনিধি|সাতক্ষিরা: সাতক্ষীরার কালিগঞ্জ চাম্পাফুলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর থেকে চাম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউনিয়নের চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাব, সাঁইহাটি সপ্রাবি, চাঁদখালী সপ্রাবি, ঘুশুড়ী সপ্রাবি, ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদ, মিনিস্টার ফ্রিজ, এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখা, মুক্তিযোদ্ধা সংগঠনসহ এলাকাবাসীর পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে উক্ত শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন। এদিন ভাষা শহীদসহ দেশের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।