মালয়েশিয়া পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন, মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন স্থরের প্রবাসী রা।
ভাষা শহীদের স্মৃতি স্মরণে ফুল দেওয়া শেষে, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া আলোচনা সভায়, যৌথ সঞ্চলনা করেন
শাহীন সরদার ও রাশেদ বাদল, অনুষ্ঠানে সভাপত্বিত করেন মালয়েশিয়া আওয়ামীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সভায় উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামাল,সিনিয়র সহসভাপতি, মনিরুল জামান মনির,এম এ মানুষ রসিদ দাতো আক্তার,হুমায়ুন কবির,শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভূয়া,
নাজমুল ইসলাম বাবুল, আক্তার হোসেন,আব্দুল বাতেন,শাখাত হোসেন,ডাক্তার মিজানুর রহমান, চান মিয়া,মোফাজ্জল, মালয়েশিয়া যুবলীগ সদস্য, জহির রায়হান, বাবলা মজুমদার, সেচ্ছাসেবক লীগে বাবুল ইসলাম, শ্রমিক লীগের মোহাম্মদ সেলিম, আনোয়ার হোসেন ডবলু সহ বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ভাষা শহীদের স্মৃতি স্মরণ করেন ও আন্তর্জাতিক ভাবে বাংলা ভাষা চর্চার আহবান করেন।
সভাপ্রতির বক্তব্য রাখতে গিয়ে মকবুল হোসেন মুকুল বলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকলে আমারা যদি এক সাথে কাজ করতে পারি, তাহলে মালয়েশিয়া অবস্থান রত ১০ লাখ প্রবাসী বাংলাদেশিদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন শফিকুর চৌধুরী, গাতা পাঠ করেন প্রদীপ দাস,
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।