ক্রিকেট জীবনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বারোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কিকে। প্রথমে একদিন বয়সী মেয়ে, তারপর বাবার মৃত্যু। দুই প্রিয়জনকে হারিয়েও পাথর বুকে চেপে নিয়ে ব্যাট হাতে ২২ গজে দাপট দেখিয়েছেন। শুধু তাই নায়, চণ্ডিগড়ের বিপক্ষে মাঠে নেমে সেঞ্চুরিও করেছেন বারোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি।

ভুবনেশ্বরে বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচে দ্বিতীয় দিন বরোদার হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিষ্ণু। ১৬১ বলে ১০৪ রান করে আউট হন এই ব্যাটার। তার সেঞ্চুুরির ওপর ভর করেই ৫১৭ রান তোলে বরোদা। জীবনের এমন কঠিন মুহূর্তে সেঞ্চুরি পাওয়ায় বিষ্ণুকে শুভেচ্ছা জানিয়েছেন সকল সতীর্থ। এছাড়া এই খেলোয়াড়কে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরাও।

বরোদা ক্রিকেট সংস্থার প্রধান শিশির হত্তাঙ্গাদি শুভেচ্ছা জানিয়ে টুইট করে লেখেন, ‘কয়েক দিন আগে নিজের সদ্যোজাত মেয়েকে হারানো এক ক্রিকেটারের গল্প। মেয়ের শেষকৃত্য করে রঞ্জি খেলার জন্য বরোদা দলে যোগ দেয় সে। এখন সেঞ্চুরি করল। খুব বেশি প্রশংসা নাই পেতে পারে, কিন্তু আমার কাছে বিষ্ণু সত্যিকারের নায়ক, এক জন অনুপ্রেরণা।’

 

কলমকথা/ বিথী