দায়িত্ব পালন করতে গিয়ে মারা যাওয়া পুলিশ সদস্যদের স্মরণ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গত বছর ৩৪৬ জন পুলিশ সদস্যকে হারিয়েছি।
এর মধ্যে ১৩৮ জনকে কর্তব্যরত অবস্থায় হারিয়েছি। আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, প্রিয় মুখকে হারিয়েছে পরিবার। অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। সেই পরিবারটিকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর লাগে। তাদের কিসের মধ্য দিয়ে যেতে হয় তারাই বোঝে। পুলিশ মেমোরিয়াল ডে ২০২২ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৃত পুলিশ সদস্যদের স্মরণ করে অনুষ্ঠানে আইজিপি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা যে ধরনের আত্মত্যাগ করছেন, তা পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের চেতনাকে আরও অনুপ্রাণিত করে। আত্মার মাগফেরাত, পরিবারের জন্য সমবেদনা– এই দুটি কথা তাদের জন্য পর্যাপ্ত নয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।