টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সব সময়ই বিভিন্ন কারণে আলচনা-সমালচনার জন্ম দেন এই অভিনেত্রী। এবার ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র ঝড়ে সামিল হলেন শ্রীলেখা মিত্র।

নাচলেন ‘সামি সামি’ গানে। নাচের ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম একাউন্টে। ভিডিওতে দেখা যায়, মেকআপ রুমে ‘সামি সামি’ গানের তালে চুটিয়ে নাচছেন তিনি। এসময় তার পরনে ছিল জিন্স আর লাল রঙের টি-শার্ট।

জ্যাকেট স্টাইলে পরেছেন চকলেট রঙের একটি শার্ট। এরআগে সিনেমায় ‘পুষ্পা’র এই গানটিতে পারফর্ম করেছেন রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। অনেক তারকাও গানটিতে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছেন। শ্রীলেখাও নিজেকে দূরে রাখতে পারলেন না সেই জাদু থেকে। ৪৬ বছর বয়সেও ভক্তদের মাতিয়ে দিলেন তিনি। আর শ্রীলেখার নাচ দেখে মুগ্ধ হয়েছে তার ভক্তরা।

 

কলমকথা/ বিথী