গত কয়েক মাস ধরেই আলোচনায় ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ও সকল ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারানোয় ভারতের ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কে তলানিতে ঠেকেছে সাবেক এই অধিনায়কের।
আগামী শুক্রবার (৪ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে শততম টেস্ট খেলতে যাচ্ছেন কোহলি, করোনার কারণে মাঠে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলো ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে এলো বিসিসিআই। কোহলির শততম টেস্ট ম্যাচ মাঠে বসেই দেখতে পারবেন দর্শকরা।
তবে করোনা বিধি মেনে বেঙ্গালুরুর মতোই মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) কোষাধ্যক্ষ আরপি সিঙ্গলা এই সুখবর দিয়ে বলেছেন, মোহালি টেস্টে পঞ্চাশ শতাংশ দর্শক রাখার অনুমতি দিয়েছে বিসিসিআই। বুধবার (২ মার্চ) থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। অনেক দিন ধরেই সেঞ্চুরি বঞ্চিত ভারতের এই তারকা, শততম টেস্টে কি কাটবে সেই খরা?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।