এবছর ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে যোগ হয়েছে এক নতুন মাত্রা। ক্রিকেটারদের পাশাপাশি এবার কোচরাও করেছেন দলবদল। দল গঠনেও তারা রেখেছেন বিরাট ভূমিকা। চ্যাম্পিয়ন দল আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন এবারও আকাশি-হলুদ শিবিরেই আছেন।

তিনি ছাড়া সারোয়ার ইমরান, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ সালাউদ্দীন আর সোহেল ইসলাম এবার নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। এর মধ্যে সিনিয়র কোচ সারোয়ার ইমরান ৪ মৌসুম প্রাইম ব্যাংকে কাটিয়ে এবার দল পাল্টে এসেছেন ঐতিহ্যবাহী মোহামেডানে। আর মোহামেডানে অন্তত ৬ মৌসুম কাটানো সোহেল ইসলামের এবারের দল শেখ জামাল। একইভাবে গাজী গ্রুপের প্রায় স্থায়ী কোচ হয়ে যাওয়া মোহাম্মদ সালাউদ্দীনও এ বছর নতুন ক্লাব খুঁজে নিয়েছেন।

তার দল প্রাইম ব্যাংক। অন্যদিকে, প্রাইম ধোলেশ্বরের সঙ্গে দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় ধরে থাকা মিজানুর রহমান বাবুল এবার দল পাল্টে গিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। মঙ্গলবার (১ মার্চ) এসব কোচ দেশের এক শীর্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

কলমকথা/সাথী