অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। স্থবির হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। এ চিত্র অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের।
বন্যায় দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে বলে জানায় প্রশাসন। দেশটির কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য থেকে এরই মধ্যে কয়েক হাজার স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুধু বাড়িঘরই নয়, আমাদের ফ্যাক্টরিটাও ডুবে গেছে। আমাদের উদ্ধারকর্মীরা সহযোগিতা করেছেন বলে এখনো টিকে আছি।
এদিকে আরও কিছুদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সিডনিসহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।