নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার মাসদাইর ঈদগা মাঠে পুলিশি বাধায় সভা করতে না পারলেও পরে মাসদাইরের ভেতরের একটি সড়কে সংক্ষিপ্ত আকারে সভা করেন বিএনপি নেতাকর্মীরা।
ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক রহুল আমিন সিকদার, অ্যাডভোকেট আলমগীর হোসেন, ওমর আলী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদল দলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আ. খালেক টিপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল জানান, পুলিশের বাধায় নির্ধারিত স্থানে সভা করতে না পারলেও মাসদাইরের ভিতরে সড়কে সংক্ষিপ্ত সভা করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, জেলা প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে সড়ক অবরোধ করে সভা করায় তাদের বাধা দেওয়া হয়েছে। বলা হয়েছে অনুমতি নিয়ে সভা করার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।