ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ইত্তিহাদে বড় জয় তুলে নিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রোববার (৬ মার্চ) ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ম্যানচেস্টারের এই ক্লাবটি। প্রথমার্ধে সিটির হয়ে প্রথম দুই গোল করেন কেভিন ডে ব্রুইন, দ্বিতীয়ার্ধে পরের দুটি রিয়াদ মাহরেজ।

ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন জ্যাডন স্যানচো। ইউনাইটেডের এই ম্যাচ হারের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে রোনালদোদের। ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। আরেক ম্যাচে ওয়াটফোর্ডকে ৩-২ গোলে হারানো আর্সেনাল ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে চারে আছে।

সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে। এদিকে, এদিন ম্যাচের আগে হঠাৎ চোটে পড়ায় এই ম্যাচ থেকে ছিটকে পড়েন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

 

কলমকথা/ বিথী