লা লিগায় স্বাগতিক এলচের মাঠে কষ্টার্জিত ২-১ গোলে হারিয়ে তিনে উঠে এলো বার্সেলোনা। শেষ তিন ম্যাচে চার গোল করে করা বার্সেলোনা এ ম্যাচে খানিকটা ফিনিশিংয়ের অভাবে ভুবেছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুন ভাবে ম্যাচ নিজেদের করে নেয় জাভি হের্নান্দেসের দল। ২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্র’তে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে এলচে।

সমান ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ও ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। ৪৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৬০ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। ওসমান দেম্বেলের দারুন ক্রসে জর্দি আলবার ছোট পাদে অফসাইড ফাঁদ ভেঙ্গে পায়ের টোকায় বল জালে জড়ান তোরেস। ৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেম্ফিস ডিপাই।

 

কলমকথা/ বিথী