ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ওসি তদন্ত আ: লতিফ, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ডা: আ: আল মামুন,কবি সাবেক রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারি শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম,সীমান্ত বসাক, জাহিদ হাসান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, তথ্যসেবা কর্মকর্তা হালিমা, রিসোর্স ইন্সট্রাক্টর আবিদুল হাসান, সমাজ-সেবা কর্মকর্তা আ: রহিম,পি আইও, আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস যুব-উন্নয়ন অফিসার, উপ-সহকারি প্রকৌশলী অফিসার তরিকুল ইসলাম, সেটেলমেন্ট,উপ-খাদ্য পরিদর্ষক নবাব, প্রভাষক প্রশান্ত বসাক ও সুকুমার বসাক,ইএসডিও খাইরুল আলম সহ রাণীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সভাপতি ফারুক আহাম্মেদ ও প্রচার সম্পাদক বিজয় রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরুস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাদেকুল ইসলাম ৷