তেলের দাম ১৩ বছরের রেকর্ড ছাড়িয়ে গেল এবার। রোববার (৬ মার্চ) তেলের দাম বেড়ে দাঁড়ায় ১৩৯ ডলারে। তেলের দাম বৃদ্ধিতে এর ব্যস্তানুপাতিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারে।

সোমবার (৭ মার্চ) লেনদেনের শুরুতেই জাপানের টোকিওভিত্তিক শেয়ারবাজার নিক্কিতে সূচকের দাম ৩ শতাংশ পড়ে যায়। একই অবস্থার মুখোমুখি হয়েছে হংকং ভিত্তিক শেয়ারবাজার হ্যাংস্যাং এ। এছাড়াও ফিউচার ট্রেড এফটিএসই১০০ এর সূচক ২.৬ শতাংশ নেমে গেছে। অন্য পুঁজিবাবাজার এসএ্যান্ডপি৫০০ এর সূচক নেমেছে ১ দশমিক ৩ শতাংশে।

কেবল তেলের দামই নয়, স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় শেয়ারবাজারের সূচকের এমন বেহাল দশা সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। চলতি বছরেই স্বর্ণের দাম ২ হাজার ডলার ছাড়িয়ে যায়।

যদিও রোববার (৬ মার্চ) তেলের দাম ১৩৯ ডলার থেকে নেমে ১৩০ ডলারে এসে পৌঁছায়, তবে এতে করে শেয়ারবাজারে তেমন একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়নি।

কেবল আন্তর্জাতিক শেয়ারবাজার নয়, দেশের শেয়ারবাজারেও পড়েছে বিরূপ প্রভাব। রোববার (৬ মার্চ) বাংলাদেশের পুঁজিবাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে নেমে এসেছে ৬ হাজার ৬৩৯ পয়েন্টে। সূচকের এ পতনের চেয়ে বিনিয়োগকারীরা বেশি আতঙ্কিত লেনদেন কমে যাওয়ায়। ঢাকার বাজারে লেনদেন ১৫ দিনের ব্যবধানে হাজার কোটি থেকে সাড়ে ৬০০ কোটিতে নেমেছে।

 

কলমকথা/ বিথী