বাংলাদেশ থেকে আলু আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফের আলু আমদানি শুরু করেছে রাশিয়া। গতকাল সোমবার (৭ মার্চ) বাংলাদেশে রাশিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মার্চ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স (রসেলখোজনাদজোর) বাংলাদেশ থেকে ফের আলু আমদানি শুরু করেছে। রাশিয়া দূতাবাস জানায়, বাংলাদেশের উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাকের সঙ্গে রাশিয়ায় বাংলাদেশি পণ্যের রপ্তানির পরিসর সম্প্রসারণের বিষয়ে আলোচনায় বসেন।

 

 

কলমকথা/সাথী