জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দুর্ভিক্ষের অশনিসংকেত। তিনি বলেন, দেশজুড়ে চলছে হাহাকার। দেশের ৮০ ভাগ মানুষ দ্রব্যমূল্যের কশাঘাতে জর্জরিত। অথচ সরকার মানুষের বাঁচা-মরার সংকটের মুহূর্তে সম্পূর্ণ নির্লিপ্ত। সরকারের মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনজীবনে সৃষ্ট ক্ষত আরও বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগরী জেএসডি আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগরী জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, বেগম তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন।

 

 

কলমকথা/ বিথী